বিজ্ঞান-প্রযুক্তি

৭ হাজার কর্মী ছাঁটাই করল ডিজনি

ফের কর্মী ছাঁটাইয়ের ঘোষণা। রাতারাতি চাকরি হারাতে চলেছেন ৭ হাজার কর্মী। একের পর এক বড় বড় সংস্থায় চলছে কর্মী ছাঁটাই। এবার সেই তালিকায় নাম লেখালো এন্টারটেনমেন্ট জায়েন্ট সংস্থা ডিজনি।  সংস্থার ওটিটি প্ল্যাটফর্মে দর্শক কমাতেই এই পদক্ষেপ বলে দাবি করা হচ্ছে ৷ শেষ অর্থবর্ষের আয়ের হিসাব দিয়ে ডিজনির সিইও বব ইগের বলেন, “আমি খুব সহজে এই সিদ্ধান্ত নিইনি। আমি বিশ্বজুড়ে সমস্ত কর্মীদের কঠোর পরিশ্রম ও দক্ষতাকে অপরীসীম শ্রদ্ধা করি”। ২০২১ সালের বার্ষিক রিপোর্ট অনুযায়ী, ডিজনিতে বিশ্বজুড়ে মোট ১ লক্ষ ৯০ হাজার কর্মী ছিল। এরমধ্যে ৮০ শতাংশ কর্মীই স্থায়ী কর্মী ছিলেন। সেই কর্মী সংখ্যাই এবার কমানো হচ্ছে। আপাতত ৭ হাজার কর্মী ছাঁটাই করা হচ্ছে। কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করা হলেও, কোন বিভাগ থেকে কর্মী ছাঁটাই করা হবে, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।