প্রিয়াংকা সেনগুপ্ত, পশ্চিম মেদিনীপুরঃ গত ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত পরপর ৩ বছরে পশ্চিম মেদিনীপুরের জেলায় আত্মঘাতী হয়েছেন যথাক্রমে ৬৩৩ , ৬৮৩ , ৬৯৩ জন। আর ২০২২ সালের ২১ জুন পর্যন্ত এই সংখ্যা ২২৫ জন। আত্মহত্যা করার প্রবণতা ঠেকাতে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে শুরু হলো ‘ আলোদিক ‘ প্রকল্প। প্রদ্যোত স্মৃতি ভবনে এবিষয়ে একটি প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন জেলা শাসক আয়েশা রানী , পুলিশ সুপার দীনেশ কুমার , মনোরোগ বিশেষজ্ঞ প্রসেনজিৎ বসাক , ডাঃ কাবেরী ভট্টাচার্য , ডাঃ কেদার রঞ্জন ব্যানার্জি। এদিন একটি হালেপ লাইন নাম্বার চালু করা হয় ( ৭০৭৬৭৬৭৫৭৫ )। মানসিক অবসাদে ভুগছেন যে কেউ বা তাঁর কোনো পরিচিত এই নম্বরে যোগাযোগ করলে কাউন্সেলিং করা হবে বলে জানান জেলার পুলিশ সুপার।