জেলা

‘জয় কালী মা’, ‘জয় পশ্চিমবঙ্গ’, বাংলাতেই রাজ্যবাসীকে দীপাবলির শুভেচ্ছাবার্তা রাজ্যপাল বোসের

এবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের মুখে ‘জয় মা কালী’, ‘জয় পশ্চিমবঙ্গ’। রবিবার দীপান্বিতা কালীপুজো। তার আগে শনিবার ব্যারাকপুর মণিরামপুর ইয়ংম্যান অ্যাসোসিয়েশনের পুজো মণ্ডপের উদ্বোধন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বাংলাতেই রাজ্যবাসীকে শুভেচ্ছাবার্তা দেন তিনি। রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, “আমরা সকলে কালীপুজো ও আলোর উৎসব দীপাবলি পালনে ব্রতী রয়েছি। যাবতীয় কালিমা থেকে আমাদের মনকে শুদ্ধ করার এ এক আদর্শ সময়। মা কালীর শাশ্বত আলোয় আমাদের সামনের পথ আলোকিত হোক। জয় কালী মা, জয় পশ্চিমবঙ্গ।”এদিন মণ্ডপ ঘুরে দেখেন রাজ্যপাল। কথা বলেন পুজো উদ্যোক্তাদের সঙ্গে। আলোর উৎসবে সকলে নিজের মনকে সঁপে দিক আলোর পথে, ঈশ্বরের কাছে এমনই প্রার্থনা করেন তিনি। এর আগে দুর্গাপুজোর সময়ও কলকাতা এবং শহরতলির একাধিক পুজো মণ্ডপে ঘুরেছেন রাজ্যপাল।