‘রোগীর অবস্থা খারাপ হচ্ছে, আমাদের কাছে ওত সরঞ্জাম নেই। তাই রেফার করতেই হবে…’। এটুকুই যা বলেছিলেন কর্তব্যরত নার্স। ব্যাস, এই রোগী রেফার করাকে কেন্দ্র করেই তুলকালাম কাণ্ড ঘটে গেল মুর্শিদাবাদের বেলডাঙায় সরকারি হাসপাতালে। চিকিত্সক ও নার্সদের নিগৃহীত হতে হল রোগীর আত্মীয়দের হাতে। হাসপাতাল সূত্রে খবর, শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে গতকাল, বৃহস্পতিবার দুপুরে ওই রোগীকে শক্তিপুর ব্লক হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হচ্ছে বুঝেই সন্ধ্যায় ভোল্লা গ্রামের বাসিন্দা বছর ৪৫-এর ওই রোগিণী মুর্শিদা বেগমকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে রেফার করা হয়। আর এরপরই রেফার করা যাবে না বলে হুমকি দেন তাঁর আত্মীয়-পরিজনেরা। এমনকী জরুরি বিভাগের ঘরের দরজা আটকে সংশ্লিষ্ট চিকিৎসক ও দুই নার্সকে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ। আহত চিকিৎসক ও এক নার্সকে মুর্শিদাবাদ মেডিক্যালে ভর্তি করা হয়েছে। এই নিগ্রহের অভিযোগে ইতিমধ্যেই ৪ জনকে গ্রেপ্তার করেছে শক্তিপুর থানার পুলিস।