কলকাতা বিবিধ

২টি টিকা নিয়েও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, বুস্টার ডোজের আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি ডাক্তারদের

টিকার ২টি ডোজ নেওয়া সত্ত্বেও করোনা আক্রান্ত হচ্ছেন বহু ডাক্তার। এবার বুস্টার ডোজের আবেদন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন ডাক্তাররা। তথ্য বলছে, করোনা আবহে ভাইরাসের সংক্রমণে প্রাণ হারিয়েছেন ১৫০-র বেশি ডাক্তার। তাঁদের মধ্যে অনেকেই আবার কোভিডের দুটি ডোজ টিকা নিয়েছিলেন। তৃতীয় ঢেউ-এর আশঙ্কা থেকে তাই এবার বুস্টার ডোজের আবেদন করলেন তাঁরা।  সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বলছে করোনা টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর তা ছয় মাস পর্যন্ত কার্যকর থাকে। এই তথ্যের পরেই উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবেদন জানিয়ে চিঠিতে তাঁরা উল্লেখ করেছেন, টিকা নেওয়ার ছ’মাস পর থেকেই এর কার্যকারিতা কমতে শুরু হয়। করোনার বিরুদ্ধে লড়াই করার মতো অ্যান্টিবডি শরীরে ফুরিয়ে আসতে থাকে। উৎসবের মরশুমে ফের বাড়ছে করোনা রোগীর সংখ্যা। এই পরিস্থিতিতে রোগীদের সংস্পর্শে আসতে হচ্ছে নিয়মিত। তাই কিছুদিনের মধ্যেই চিকিৎসকসহ ফ্রন্ট লাইন ওয়ার্কারদের জন্য বুস্টার ডোজের আবেদন করা হল।

প্রসঙ্গত, ভুবনেশ্বর একটি গবেষণা প্রতিষ্ঠানের তরফে একটি সমীক্ষা করে জানা গেছে, টিকার দুটি ডোজ নিয়ে মাত্র ২৩ শতাংশ ব্যক্তির শরীরে কোনও অ্যান্টিবডি তৈরি হয়নি। ফলে যাঁদের কোমর্বিডিটি রয়েছে তাঁদের নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকরা।