রাজ্যের চার পৌরসভায় আসন্ন পৌরভোট পিছতে চায় না রাজ্য নির্বাচন কমিশন৷ শুক্রবার কমিশনের তরফে কলকাতা হাইকোর্টে এই কথা জানানো হয়েছে ৷ রাজ্যের উদ্বিগ্ন করোনা পরিস্থিতির কারণে, পৌরভোট পিছনোর দাবিতে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে হাইকোর্টে ৷ সেই মামলার শুনানিতে এদিন, আদালতে নির্বাচন কমিশনের আইনজীবী জয়ন্ত মিত্র বলেন, “নির্বাচন ঘোষণা করা হয়ে গিয়েছে গত ২৮ ডিসেম্বর । করোনা পরিস্থিতি খুবই খারাপ, কিন্তু যতক্ষণ না জনজীবন সম্পূর্ণ স্তব্ধ পয়ে যাচ্ছে ততক্ষণ ভোট স্থগিত রাখতে চাইছে না কমিশন ৷” এদিনই রাজ্য বিজেপির তরফে অন্তত এক মাস পৌরভোট পিছিয়ে দেওয়ার দাবি তোলা হয়েছে৷ উল্লেখ্য, আগামী ২২ জানুয়ারি বিধাননগর, শিলিগুড়ি, চন্দননগর ও আসানসোল পৌরসভার নির্বাচন হওয়ার কথা ৷