ফের রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি হলেন ডঃ নির্মল মাজি
Posted onAuthorবঙ্গনিউজComments Off on ফের রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি হলেন ডঃ নির্মল মাজি
ফের রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি হলেন তৃণমূলের বিধায়ক চিকিত্সক নির্মল মাজি। বুধবার রাজ্যপাল জগদীপ ধনকরের অনুমোদনক্রমেই তাঁকে মেডিকেল কাউন্সিলের সভাপতি পদে বসানো হয়েছে বলে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।