কলকাতা

আজ থেকে রাজ্যজুড়ে শুরু দুয়ারে সরকার ক্যাম্প

শুক্রবার থেকে রাজ্যেজুড়ে ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। আগের মতই এবারও দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে বিভিন্ন পরিষেবা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন রাজ্যের বাসিন্দারা। এ বারের কম্পে সাধারণ মানুষ ৩৬টি সরকারি পরিষেবার সুবিধা পাবে। আগামী বছরেই লোকসভা নির্বাচন। তার আগেই রাজ্যে ফের দুয়ারে সরকার শিবির। নবান্ন সূত্রে খবর, লোকসভা ভোটের আগে এখনও যে সব প্রকল্পের কাজ শেষ হয়নি, তা সেরে ফেলতে এই সিবিরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।