কলকাতা

রাজ্যে ফের চালু হচ্ছে ‘দুয়ারে সরকার’ ক্যাম্প, ১ সেপ্টেম্বর থেকে মহিলাদের মাসে মাসে হাতখরচ

আবারও রাজ্যে চালু হতে চলেছে ‘দুয়ারে সরকার’ ক্যাম্প। আগামী ১৬ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ফের ওই ক্যাম্পের মাধ্যমে একাধিক প্রকল্পের সুবিধার জন্য আবেদন করতে পারবেন আমজনতা। আজ নবান্নে সাংবাদিক বৈঠক করে সেকথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী জানান, “১ সেপ্টেম্বর থেকেই ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। কিন্তু তার আগে আবেদনপত্র জমা নিতে হবে। সেই আবেদনপত্র নেওয়ার জন্য ফের ‘দুয়ারে সরকার’ শিবিরের আয়োজন করা হবে। আগামী ১৬ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত আবারও রাজ্যের বিভিন্ন প্রান্তে ‘দুয়ারে সরকার’ শিবির চলবে।” সেখানে ‘লক্ষ্মীর ভাণ্ডার’, ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ড’, ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পে নাম নথিভুক্তকরণ, জাতি শংসাপত্র-সহ একাধিক প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আগ্রহীরা আবেদনপত্র জমা দিতে পারবেন।