কয়েকদিন আগেই ইউনেসকো’র আবহমান সাংস্কৃতিক ঐতিহ্যের সম্মান পেয়েছে বাংলার দুর্গা পুজো ৷ সেই ঘোষণায় বিশেষ করে উল্লেখ ছিল কলকাতার কথাও ৷ এই আন্তর্জাতিক স্বীকৃতির জন্য ইউনেসকো’কে ধন্যবাদ জানিয়ে বিভিন্ন পুজো উদ্যোক্তাদের ডাকে বুধবার শহরে বেরিয়েছিল বিশেষ পদযাত্রা৷ উদ্যোক্তাদের ভাষায় ‘মায়ের জন্য পদযাত্রা’৷ এ যেন এক বিজয় উৎসব ৷ শুধু পুজো উদ্যোক্তারাই নয়, এই উৎসবে সামিল হয়েছেন প্রতিমাশিল্পী, থিম মেকার, আলোক শিল্পী থেকে গোটা শারদোৎসব আয়োজনের সব কলাকুশলীরা। আনন্দ ভাগ করে নিতেই তিলোত্তমার রাজপথে পা রেখেছিলেন হাজার হাজার পুজোপ্রেমিকরা। কারও হাতে ছিল ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে তৈরি প্ল্যাকার্ড। কেউ হাতে ধরে আছেন মা দুর্গার চালচিত্রের রেপ্লিকা। শহর কলকাতা আগে কখনও
এমন পদযাত্রা দেখেনি। সমবেত জয়োল্লাসের ভিতরই ধন্যবাদ জানানো হল ইউনেস্কোকে। সারা বিশ্ব সম্মান জানিয়েছে বাঙালির সংস্কৃতিকে, বাঙালি প্রত্যুত্তরে কৃতজ্ঞতা জানাল গোটা পৃথিবীকেই। আবেগের এই পদযাত্রা চলেছে অ্যাকাডেমি থেকে ধর্মতলা চত্বর ৷ এদিন দেবাশিস কুমার জানান, ইউনেসকোর স্বীকৃতি পাওয়ার পিছনে রয়েছে দুর্গাপুজোকে বিশ্বের দরবারে তুলে ধরতে গত ১০ বছরের হাড়ভাঙ্গা খাটুনি । যার কৃতিত্ব তিনি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে । প্রখ্যাত স্থাপত্য শিল্পী সনাতন দিন্দার কথায়, শিল্পীদের কাছে এটা বড় জয় ৷ তিনি বলেন, “বিশ্বের দরবারে পৌঁছনোর এটা একটা প্রথম ধাপ । আগামী দিনে দুর্গা পুজোকে আরও আরও বেশি করে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে পুজো কমিটি ও থিম মেকার ও শিল্পীদের বিশেষ ভূমিকা থাকবে ৷”