দেশ

ধূলিঝড় বিপর্যস্ত মুম্বাই, ব্যাহত বিমান, ট্রেন এবং মেট্রো চলাচল, বিলবোর্ড চাপা পড়ে মৃত ৮, আহত শতাধিক

 ধূলিঝড় বিপর্যস্ত মুম্বাই। ধূলিঝড়ে তাণ্ডবে প্রকাণ্ড এক বিলবোর্ড একটি জ্বালানী স্টেশনে কয়েকটি গাড়ির ওপর আছড়ে পড়ে। এ ঘটনায় ধ্বংস্তুপের নিচে প্রায় ২০ জন চাপা পড়েছেন। সেখানেই ৮ জন মারা গেছে। জীবিত উদ্ধার করা হয়েছে ৬৭ জনকে।  পুলিশ জানিয়েছে, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) কয়েকটি দল ঘটনাস্থলে এসেছে এবং ধ্বংসাবশেষের নীচে আটকে থাকা জীবিতদের উদ্ধার করছে। এদিকে, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনাভিস এক্স-এ একটি পোস্টে জানিয়েছেন, এরই মধ্যে রাজ্য সরকার ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। ধূলিঝড়ে পরিবহন ব্যবস্থারও ব্যাপক ক্ষতি হয়েছে। বেশ কিছু জায়গায় গাছপালা উপড়ে গেছে। ভবন বিধ্বস্ত হয়েছে কোন কোন এলাকায়। মুম্বাইয়ের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে।