বিদেশ

তাইওয়ানের পূর্ব উপকূলে ভূমিকম্প, রিখটার স্কেলে ৫.৯

ভূমিকম্পে কেঁপে উঠলো তাইওয়ান। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৯। স্থানীয় সময় বুধবার (১১ জুন) ভূমিকম্পটি আঘাত হানে। সে সময় রাজধানী তাইপেতে বাড়ি-ঘর এবং বিভিন্ন স্থাপনা কেঁপে উঠেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটি হুয়ালিয়েন সিটি থেকে ৭১ কিলোমিটার দক্ষিণের পূর্ব উপকূল থেকে প্রায় ৩১ কিলোমিটার (১৯ মাইল) গভীরে আঘাত হেনেছে। তাইওয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ভূমিকম্প থেকে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তাইতুং দমকল বিভাগও এএফপিকে জানিয়েছে যে, ভূমিকম্পের পর কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।