মালদা

হাসপাতলে সুস্থ ঘোষণার পর রোগীর মৃত্যু

হক জাফর ইমাম, মালদাঃ মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে রোগী সুস্থ ঘোষণা পরে মৃত রোগী বলে অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের চত্বর। জানা গেছে এক ব্যক্তি জ্বর নিয়ে মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এমনকি রোগী সুস্থ আছে বলে ছুটির সার্টিফিকেট ইশ্যুও হয়েছিল৷ পরিবারের লোকজন ওই রোগীকে বাড়ি ফিরিয়ে আনতে গিয়ে দেখেন ওই রোগী মৃত অবস্থায় হাসপাতালে বেডে পড়ে রয়েছেন৷ ঘটনায় মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের সুপারের কাছে অভিযোগ দায়ের করেছেন রোগীর পরিবারের পক্ষ থেকে। মৃত রোগীর নাম ভগীরথ সাহা (৪২)৷ বাড়ি পুরাতন মালদার সাহাপুরের ছাতিয়ান মোড় এলাকায়। গত ১৯ এপ্রিল জ্বরে আক্রান্ত হয়ে মালদা মেডিকেলকলেজ এন্ড হাসপাতালে ভরতি হন ভগীরথবাবু৷ অভিযোগ, সমস্তরকম পরীক্ষা করে তাঁকে সুস্থ বলে গতকাল বৃহস্পতিবার বিকেলে তাঁকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হয়৷ ভগীরথবাবু ভাই সঞ্জিত সাহাকে ফোন করে সেকথা জানান৷ কিছু সময় পরে মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল থেকে আরেক রোগীর পরিবারের লোকজন সঞ্জিতবাবুকে ফোন করে জানান, ভগীরথবাবু আশঙ্কাজনক অবস্থায় আছেন৷ সঞ্জিতবাবু মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ছুটে গেলে দাদাকে মৃত অবস্থায় দেখতে পান৷সঞ্জিতবাবু জানান, দাদা জ্বর নিয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন৷ রক্ত পরীক্ষা, কফ পরীক্ষা থেকে শুরু করে সমস্তরকম পরীক্ষা করে গতকাল বৃহস্পতিবার বিকেলে তাঁকে ছুটি দিয়ে দেওয়া হয়৷ প্রায় আধঘণ্টা পর দাদা আমাকে ফোন করে জানায়, তাকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে৷ আমি দাদাকে বলি মাকে ডাক্তার দেখিয়ে একসঙ্গে দুজনকে বাড়ি নিয়ে যাব৷ কিছু সময় পরে হাসপাতালের অপর এক রোগীর পরিবার আমাকে ফোন করে জানায়, দাদার অবস্থা আশঙ্কাজনক৷ আমি হাসপাতালে পৌঁছে দেখি দাদা মারা গিয়েছেন৷ ডাক্তারের গাফিলতিতে আমার দাদা মারা গিয়েছেন৷ ওই ডাক্তারের বিরুদ্ধে আমরা মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেছি৷ যদিও ঘটনায় এখনও পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের কোনও মন্তব্য পাওয়া যায়নি৷