দেশ

দূরদর্শনকে নোটিশ নির্বাচন কমিশনের

নির্বাচন ঘোষণার পর থেকে জাতীয় সম্প্রচারক দূরদর্শন বিভিন্ন রাজনৈতিক দলকে অসমভাবে সময় বন্টন করেছে। এই প্রমাণ পাওয়ার পর নোটিশ দেয় নির্বাচন কমিশন। সপ্তাহখানের আগে কমিশন দূরদর্শনকে বলেছিল তারা যেন নির্দিষ্ট কোনও দলকে সুবিধা না দেয়। ১০ মার্চ আদর্শ আচরণ বিধি জারি হয়েছে। এরপর থেকে দূরদর্শনের ডিডি নিউজ এবং বিভিন্ন আঞ্চলিক খবরে বিজেপির প্রচার করা হয়েছে ১৬০ ঘন্টা। কংগ্রেসকে এর ঠিক অর্ধেক সময় দেওয়া হয়েছে। সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশিত হয়। যা পৌঁছয় নির্বাচন কমিশনের কাছে। ৯ এপ্রিল তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিবের কাছে চিঠি পাঠায় কমিশন। তাতে লেখা হয়, কমিশন নির্দেশ দিচ্ছে ডিডি নিউজ যেন কোনও দলকে প্রচারে আলাদা করে সুবিধা দেওয়া থেকে বিরত থাকে। খবর সম্প্রচারে ভারসাম্য রাখার কথাও বলা হয় সেই চিঠিতে। কমিশনের তরফ থেকে সম্প্রতি দূরদর্শনকে শোকজ করা হয়েছিল। দূরদর্শনের তরফে ‘মাই ভি চৌকিদার’ অনুষ্ঠান প্রায় একঘন্টা ধরে সম্প্রচার করে। এরপরেই বিরোধীদের তরফে কমিশনে অভিযোগ জানানো হয়। বলা হয় দূরদর্শন পক্ষপাত দুষ্ট। যার উত্তরে ডিডি নিউজ জানিয়েছে, লোকসভা ভোট ঘোষণার পর থেকে তাদের নিউস স্লটে বিজেপিকে সর্বোচ্চ সময় দেওয়া হয়েছে।