প্রিয়াঙ্কা সেনগুপ্ত, পশ্চিম মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহল অধ্যুষিত শালবনী ব্লকে বৃহস্পতিবার ভোট প্রচার করলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডঃ মানস রঞ্জন ভুঁইয়া । সঙ্গে ছিলেন শালবনী ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তথা জেলার বন দপ্তরের কর্মাধ্যক্ষ নেপাল সিংহ, শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়াড়ি, শিক্ষক নেতৃত্ব তন্ময় সিংহ প্রমুখ। এদিন সকালে শালবনী ব্লকের অন্তর্গত ঐতিহাসিক কর্ণগড় মন্দিরে পুজো দেন মানসবাবু। তারপর শালবনী ব্লকেরর অন্তর্গত ১০ নম্বর কর্ণগড় গ্রাম পঞ্চায়েত্ জুড়ে প্রচার চালান প্রার্থী। কর্ণগড় মন্দিরে পুজো দেওয়ার পর শালবনী ব্লকের নেতৃত্ব দের সাথে নিয়ে কর্ণগড় মন্দির থেকে ভাদুতলা মোড় পর্যন্ত প্রচার চালান মানসবাবু। ছিল উপচে পড়া ভীড়। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি প্রায় দু হাজার মানুষ এদিনের প্রচারে অংশ নেন। ছিল বাইক মিছিলও। জঙ্গল মহলের এদিনের প্রচারে ব্যাপক সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছেন নেতৃত্বরা।
Related Articles
ভিডিও ভাইরাল কাণ্ডে উপাচার্যের পদত্যাগের দাবিতে পড়ুয়াদের বিক্ষোভ বিশ্বভারতীতে
উপাচার্যের পদত্যাগের দাবি করে ভিডিও কাণ্ডে ঘোষণা মতো সোমবার সন্ধ্যায় বিক্ষোভ কর্মসূচি করলেন পড়ুয়ারা। তবে এদিন পড়ুয়াদের মিছিল করার কথা থাকলেও পরে তা পরিবর্তন করে শান্তিনিকেতনে উপাসনা মন্দিরের সামনে বিক্ষোভ-সমাবেশ করা হয়। সেখানেই মাটিতে পোস্টার রেখে রবীন্দ্র সঙ্গীত গেয়ে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। ফলে কবিগুরুর প্রতিষ্ঠিত বিশ্বভারতীতে এদিন ফের প্রতিবাদে গর্জে ওঠে। অন্যদিকে, এদিনই বিশ্বভারতীর তরফে […]
বাজি ফাটানোর প্রতিবাদ করায় আক্রান্ত উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী
বাড়ির সামনে বাজি ফাটানোর প্রতিবাদ করায় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর উপর হামলা ৷ ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত করে দেওয়া হল সারা শরীর ৷ মাথায় ও শরীর মিলিয়ে প্রায় ৩২টি সেলাই পড়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী মহম্মদ ফায়েজ আফজল আলির ৷ ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় বারুইপুরের মল্লিকপুর এলাকায় ৷ ঘটনায় রাতেই অভিযুক্ত ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ ৷ ঘটনায় আরও বেশ […]
প্রেমিকাকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, প্রেমিকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের
৫ মাসের প্রেম ৷ কিন্তু, মনোমালিন্য হওয়ায় সম্পর্কে ফাটল ৷ বদলা নিতে প্রেমিকাকে নির্জন এলাকায় ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ৷ ঘটনায় চাঞ্চল্য শিলিগুড়িতে ৷ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ আদালতে তোলা হলে অভিযুক্তর জামিনের আবেদন খারিজ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক ৷ পুলিশ সূত্রে খবর, ধৃত প্রেমিকের নাম […]