জেলা

পাহাড় ও সমতলের মেলবন্ধনের বার্তা মমতার

কার্শিয়াংঃ  কার্শিয়াং-এর বিশাল জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সভা থেকেই পাহাড় এবং সমতলের মেলবন্ধনের ডাক দিলেন তিনি। আজ দার্জিলিং জেলার কার্শিয়াং-এ তৃণমূল কংগ্রেসের সমর্থনে প্রার্থী হওয়া অমর সিং রাইয়ের হয়ে প্রচারে এসেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি বলেন, ‘‌আমরা পাহাড় এবং সমতলের মধ্যে সেতুবন্ধন করতে চাই। আমরাই সেতুবন্ধনের মাধ্যম। গোর্খাদের আমি সম্মান করি। আমি পাহাড়ের উন্নতি চাই। পাহাড়ের সঙ্গে সমতলের মেলবন্ধন ঘটানোই আমার লক্ষ্য। আর এ জন্যই আমি পাহাড়ের ভূমিপুত্র অমর সিং রাইকে প্রার্থী করেছি। পাহাড়ের প্রার্থী আর সমতলের প্রতীক, আমাদের মেলবন্ধনের সূত্রপাত এখান থেকেই শুরু হয়েছে। তা চলবে আরও দীর্ঘদিন। এখান থেকে এবার আমরাই জিতব, পাহাড়কে নিয়ে একসঙ্গে উন্নয়নের কাজ করব।’‌ তিনি আরও বলেন, ‘‌আমি রাজ্যের তরফ থেকে যা যা উন্নতি করার সব করেছি। নতুন জেলা হয়েছে, নতুন মহকুমা হয়েছে, পলিটেকনিক কলেজ হয়েছে। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় চেয়েও পাইনি পাহাড়ের জন্য। রাজ্য সরকার পাহাড়ে বিশ্ববিদ্যালয় করে দিয়েছে। কার্শিয়াংয়ে এডুকেশন হাবও তৈরি করছে রাজ্য সরকার।’‌ এরপরই বিজেপি নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ‘‌একটি পার্টি দিল্লিতে বড়বড় কথা বলে, আর পাহাড়ে এসে বিভাজনের রাজনীতি করে। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোটে জিতে চলে যায়। তারপর পাঁচ বছর আর পাহাড়ে তাদের দেখা মেলে না। পাহাড়ের উন্নতির কথা ভাবে না। এবার তাই ভূমিপুত্রকে জেতান। পাহাড়ের আরও উন্নতি করার সুযোগ দিন আমাদের।

https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/651057608666587/