বিদেশ

শ্রীলঙ্কার একাধিক গির্জা ও হোটেলে ধারাবাহিক বিস্ফোরণ, মৃত ১২৯, আহত বহু

পর পর বিস্ফোরণে কেঁপে উঠল শ্রীলঙ্কার ৩ টি গির্জা। ঘটনার আকস্মিকতায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে। এদিন ‘ইস্টার স্যাটারডে’র প্রার্থনার সময় ঘটে যায় এমন বিস্ফোরণ। ঘটনায় এখনও পর্যন্ত ১২৯ জনের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে আহতের সংখ্যা শতাধিক। গির্জা ছাড়াও ৩ টি হোটেলেও ঘটেছে বিস্ফোরণ।কলম্বোর কোচ্চিকাড়ের অ্যান্টলি চার্চ,কুতুয়াপিটিয়ার সেন্ট সিবেস্টিয়ান চার্চ সহ একাধিক জায়গায় বিস্ফোরণের ভয়াবহ শব্দ শোনা যায়। মুহূর্তে রক্তাক্ত হয়ে ওঠে গির্জা চত্বর। এছাড়াও শাঙ্গড়ি লা , সিনামন গ্র্যান্ডের মতো পাঁচতারা হোটলেও ঘটে গিয়েছে বিস্ফোরণ। হোটেলগুলিতে বিশাল সংখ্যক বিদেশি পর্যটক ছিলেন বলে সূত্রের খবর।