জেলা

বীরভূম ও দুর্গাপুরের সভা থেকে মোদিকে বিঁধলেন মমতা

বীরভূম, দুর্গাপুরঃ মোদি কোনও জনসভায় এলে সেখানকার সম্পর্কে কোনও হোমওয়ার্ক করে আসেন না। মোদির শান্তিনিকেতনকে রবীন্দ্রনাথের জন্মভূমি বলে উল্লেখ করা প্রসঙ্গে আজ বীরভূমের সিউড়ির প্রচারসভায় প্রধানমন্ত্রীকে এই ভাষাতেই কটাক্ষ তৃণমূল সুপ্রিমোর। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মোদি জানেনই না শান্তিনিকেতন আসলে রবীন্দ্রনাথের কর্মভূমি।’ বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী শতাব্দী রায় এবং বোলপুর কেন্দ্রের প্রার্থী অসিত মালের সমর্থনে এদিন সিউড়িতে প্রচারে ফের পাঁচ বছরে রাম মন্দির তৈরি করতে না পারা নিয়ে বিজেপিকে ঠুকেছেন তিনি। ধর্মের বিভাজনের রাজনীতি নিয়ে বিজেপিকে বিঁধে মমতার কড়া মন্তব্য, ‘‌মোদিবাবুরা শ্মশানঘাটে মানুষ পাঠান। বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের বিজ্ঞাপণে মোদির মুখ, কর্মসংস্থান, নোটবন্দি, রাজ্যের বিভিন্ন

https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/2524873764286993/

প্রকল্পে অর্থ সাহায্য না করা সহ একাধিক বিষয়ে এদিন মোদিকে বিঁধেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া সিউড়ি থেকেই বিধানসভা উপনির্বাচনের চার কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী মদন মিত্র, হবিবপুর কেন্দ্রে অমল কিস্কু এবং ইসলামপুরে তৃণমূলের প্রার্থী হচ্ছেন আবদুল করিম চৌধুরি। দার্জিলিং কেন্দ্রে গোর্খা জনমুক্তি মোর্চার প্রার্থী হচ্ছেন বিনয় তামাং। মমতা জানিয়ে দেন মোর্চার প্রার্থীকে দার্জিলিং বিধানসভা কেন্দ্রে পূর্ণ সমর্থন দেবে তৃণমূল কংগ্রেস। এরপর বিকেল ৩টে নাগাদ দুর্গাপুরের প্রচারসভায়, পশ্চিমবঙ্গের নাম বাংলা না হওয়ার ইস্যুকে তুলে বিজেপিকে স্বার্থপর দৈত্য বলে কটাক্ষ করলেন মমতা। জেট এওয়ারয়েজ বন্ধ হয়ে যাওয়া নিয়েও কেন্দ্রের ব্যর্থতা দায়ী করেছেন তিনি। বাংলায় আসন জেতা নিয়ে মোদিকে চ্যালেঞ্জ জানিয়ে মমতার মন্তব্য, ‘‌বাংলা তোমায় লাড্ডু দেবে। দিল্লি কা লাড্ডু। আমরা বাংলার শক্ত মাটি আর কাঁকড় দিয়ে লাড্ডু বানিয়ে দেব। খাবে আর দাঁত ভাঙবে। এখন চায়ের কেটলি গিয়েছে, জেটলি এসেছেন।’ অন্যান্য জায়গার মতো দুর্গাপুরেও আরএসএস-এর টাকা দিয়ে ভোট কেনার ‌অভিযোগ এবং ভিন রাজ্য থেকে কর্মী সমর্থকদের এনে সভা ভরানোর ইস্যুতে বিজেপিকে বিঁধেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/276079143336587/