জেলা

ভরল না মাঠ, নির্দিষ্ট সময়ের থেকে পিছল অমিত শাহের সভা, তবুও ফাঁকা

বনগাঁঃ মাঠ ভরল না অমিত শাহের নির্বাচনী জনসভার। মঞ্চ তৈরি, মাঠে উড়ছে বিজেপির পতাকা। কিন্তু মাঠে বসে মাত্র শ-খানেক সমর্থক। আজ প্রথমে সকাল ১০টায় বনগাঁয় বিজেপি সভাপতি অমিত শাহের সভা হবে বলে স্থির ছিল। পরে সময় পিছিয়ে বেলা ১১টা করা হয়। কিন্তু তাতেও মাঠ ভরেনি। অবশেষে বনগাঁর ফাঁকা মাঠেই জনসভায় করলেন অমিত শাহ। এদিন অমিত শাহ বলেন, মোদিজী দেখিয়ে দিয়েছেন পাকিস্তানের ঢুকে কীভাবে জঙ্গিদের শাস্তি দিতে হয়। বনগাঁ লোকসভা

কেন্দ্রের অন্তর্গত কল্যাণীতে এমনটাই মন্তব্য করলেন বিজেপি সভাপতি অমিত শাহ। মোদীজিকে আবার প্রধানমন্ত্রী করে দেশকে এগিয়ে নিয়ে যেতে আশীর্বাদ করার আহ্বান করেন তিনি। বাংলা সিন্ডিকেটের রাজ্য হয়ে গিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।মতুয়াদের নাগরিকত্ব প্রদানের আশ্বাস। বাংলায় গণতন্ত্র ফিরিয়ে আনতে, অনুপ্রবেশকারীদের বাংলা ছাড়া করতে বিজেপিকে ভোট দিন। কল্যাণীর ভোট প্রচারের সভা থেকে এমনটাই আবেদন জানালেন মোদীর প্রধান সেনাপতি অমিত শাহ। তিনি বলেন, বিজেপির কাছে ভোট ব্যাঙ্ক গুরুত্বপূর্ণ নয়। দেশের সুরক্ষা গুরুত্বপূর্ণ। মতুয়াদের নাগরিকত্ব প্রদানের অঙ্গীকার করেছেন তিনি।