হক নাসরিন বানু, দক্ষিণ দিনাজপুর: বুনিয়াদপুরের রশিদপুর সরকারি হাসপাতালে বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলল মৃত রোগীর পরিবার। মৃত রোগীর নাম আনিসুর রহমান ৫৫। মৃতে পরিবারের অভিযোগ সময় মতো চিকিৎসা শুরু না হওয়ায় ওই ব্যক্তির মৃত্যু হয়। এই নিয়ে শুক্রবার সকালে হাসপাতালে বিক্ষোভ দেখান রোগীর আত্মীয় স্বজনেরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বংশীহারী থানার পুলিশ। স্থানীয় সূত্রে
জানা গিয়েছে গতকাল রাতে পেটে ব্যথা নিয়ে রশিদপুর হাসপাতালে ভর্তি হন ৫৫ বছরের আনিসুর রহমান। তার বাড়ি দক্ষিণ দিনাজপুরের বংশীহারী থানার কোয়েল গ্রামে। পরিবারের অভিযোগ ভর্তির পর রাতে তার শ্বাসকষ্ট শুরু হয়। নার্সদের বারবার চিকিৎসকের কথা বলা হলেও সময় মত চিকিৎসা শুরু হয়নি বলে জানিয়েছেন তারা। রাতেই মারা যান আনিসুর রহমান। আজ সকালে পরিবারের লোকেরা মারা যাওয়ার কথা জানতে পেরে বিক্ষোভ দেখান।