খেলা

৬ উইকেটে জয়ী পঞ্জাব

সানরাইজার্স হায়দরাবাদ: ১৫০/৪ ( ২০ ওভার), 
কিংস ইলেভেন পঞ্জাব: ১৫১/৪ (১৯.৫ ওভার)
৬ উইকেটে জয়ী কিংস ইলেভেন পঞ্জাবব

পঞ্জাব ৬ উইকেটে হারিয়ে দিল হায়দরাবাদকে। লোকেশ রাহুল শেষ অবধি থেকে পাঞ্জাবকে জিতিয়ে মাঠ ছাড়লেন। প্রথমে ব্যাট করে হায়দরাবাদ তুলেছিল ১৫০/‌৪। যা টপকাতে পঞ্জাবের লাগল ১৯.‌৫ ওভার। লোকেশ রাহুল অপরাজিত থাকলেন ৭১ রানে। ৫৩ বল খেলেছেন। মেরেছেন সাতটি চার ও একটি ছয়। তবে ইউসুফ পাঠান তাঁর সহজ ক্যাচ না ফেললে ম্যাচের পরিস্থিতি হয়ত অন্যরকম হত। মায়াঙ্ক আগরওয়াল করেন ৪৩ বলে ৫৫। তাঁর ইনিংস সাজানো তিনটি চার ও তিনটি ছয় দিয়ে। গেল (‌১৪ বলে ১৬)‌ রান পাননি। শেষ ওভারে পঞ্জাবের জয়ের জন্য দরকার ছিল ১১ রান। মহম্মদ নবির চতুর্থ বলে ৪ মেরে দলকে স্বস্তি এনে দেন রাহুল। ১৯.‌৫ ওভারে পাঞ্জাব তোলে ১৫১/‌৪। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পঞ্জাব রয়েছে তিন নম্বরে। আর সমসংখ্যক ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে হায়দরাবাদ আছে চারে। এবারের আইপিএলের সবচেয়ে সফল ওপেনিং জুটি ওয়ার্নার–বেয়ারস্টো। এদিন এই জুটি জমেনি। মাত্র ১ রান করেন বেয়ারস্টো। একদিক ধরে রেখেছিলেন ওয়ার্নার। করেন ৬২ বলে অপরাজিত ৭০। যার মধ্যে রয়েছে ৬টি চার ও ১টি ছয়। বিজয় শঙ্কর করলেন ২৬। পঞ্জাব বোলারদের সামনে কখনোই আক্রমণাত্মক হতে পারেনি সানরাইজার্স ব্যাটসম্যানরা।