জেলা

লোকসভা ভোটের ৪৮ ঘণ্টা আগে মালদা পুলিশে ফের বদল, হবিবপুরের আইসি-কে সরাল কমিশন

লোকসভা ভোটের ঠিক ৪৮ ঘণ্টা আগে মালদার পুলিশ প্রশাসনে বদল করল নির্বাচন কমিশন। সরানো হল হবিবপুরের আইসি দেবব্রত চক্রবর্তীকে। তাঁকে মালদা পুলিশের সদর দপ্তরে বদলি করা হয়েছে। ভোটের কোনও কাজে তিনি যুক্ত থাকতে পারবেন না বলে জানানো হয়েছে নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে। তাঁর বদলে ওই দায়িত্বে কে থাকবেন, তার জন্য নাম চেয়ে পাঠানো হয়েছে সংশ্লিষ্ট দপ্তরে। রবিবার বিকেল ৩টের মধ্যে তা পাঠাতে হবে। সূত্রের খবর, মুর্শিদাবাদের রানিনগরের আইসি-কেও সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। সম্প্রতি হবিবপুরের আইসি (IC) দেবব্রত চক্রবর্তীর একটি ফোন কল ভাইরাল হয়। স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধানকে ফোন করে তিনি মহিষ পাচার নিয়ে কথা বলছিলেন। আইসি প্রশ্ন তুলেছিলেন, কেন মহিষ পাচার করলেন পঞ্চায়েতের উপপ্রধান? অভিযোগ উড়িয়ে পঞ্চায়েতের উপপ্রধানও পালটা প্রশ্ন করেছিলেন, পাচারের কোনও প্রমাণ আইসি-র কাছে আছে কি না। এনিয়ে বাদানুবাদের একটি অডিও ভাইরাল হয়। তার ভিত্তিতে মালদহ উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মু নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেন আইসি দেবব্রত চক্রবর্তীর বিরুদ্ধে। বিজেপি প্রার্থীর অভিযোগ, হবিবপুরের ওই আইসি মালদহ উত্তরের তৃণমূল প্রার্থী অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক প্রসূন বন্দ্যোপাধ্যায়ের হয়ে কাজ করছেন।