জেলা

সাগরদিঘি উপনির্বাচনে মোতায়েন ১৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

সাগরদিঘি বিধানসভা আসনের উপনির্বাচনে রাজ্য পুলিশকে নিরাপত্তার দায়িত্বে না রাখার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। পরিবর্তে বিজেপির দাবি মেনে প্রতিটি বুথেই কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোট করানোর সিদ্ধান্ত নিয়েছেন  কমিশনারের শীর্ষ তিন কর্তা। আগামী ১২ ফেব্রুয়ারিই রাজ্যে আসার কথা বিধানসভা ভোটে বিজেপির হয়ে ভোটারদের প্রভাবিত করায় অভিযুক্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। পরের দিন থেকেই এলাকায়-এলাকায় রুট মার্চ শুরু করে দেবে। বৃহস্পতিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে জানা গিয়েছে, সাগরদিঘি আসনের উপনির্বাচন যাতে নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হবে। প্রতি বুথে ৫ থেকে ৬ জন জওয়ানকে মোতায়েন করা হবে। কোন বুথে কত জওয়ান মোতায়েন করা হবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন পুলিশ পর্যবেক্ষক হয়ে রাজ্যে আসতে চলা ওমপ্রকাশ ত্রিপাঠী। পাশাপাশি সাধারণ পর্যবেক্ষক হয়ে আসছেন আইএএস আধিকারিক ই রবীন্দ্রন। যদিও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর সিদ্ধান্তকে পাত্তা দিতে নারাজ রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দলের জাতীয় মুখপাত্র সুখেন্দুশেখর রায় এ বিষয়ে বলেছেন, ‘বিধানসভা ভোটের সময়েও তো বেছে-বেছে বিজেপি শাসিত রাজ্যের পুলিশকে কেন্দ্রীয় বাহিনীর তকমা দিয়ে রাজ্যে পাঠানো হয়েছিল। বুথ পাহারার নামে সরাসরি বিজেপিকে ভোট দেওয়ার জন্য চাপও দিয়েছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তাতে কোনও লাভ হয়েছে কী? এবারেও হবে না। কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোট জেতার স্বপ্ন দেখে কোনও লাভ নেই।’