জেলা

মামা-ভাগ্নী’ পরিচয়ে লিভ-ইন, টলিউডে যোগ, আইটি সংস্থার পর হোটেল ব্যবসার খোঁজ!

একের পর এক ব্যবসার সঙ্গে জড়িত শান্তনু বন্দ্যোপাধ্য়ায় ঘনিষ্ট অয়ন শীল ৷ তিনি একাধারে প্রোমোটার । পাশাপাশি তাঁর যোগ রয়েছে টলিউডেও । এছাড়া আইটি সংস্থার মাথাও বটে । আর এবার ইডি সূত্রে জানা গেল তাঁর হোটেল ব্যবসাও ছিল ৷ টলিউডে কি চাকরি বিক্রির টাকা বেনোজলের মতো ঢুকে পড়েছে? কামারহাটি পুরসভার ইঞ্জিনিয়ার পদে চাকরি করতেন শ্বেতা। পাশাপাশি মডেলিংও করতেন। সিনেমাতেও অভিনয়ও করেছেন। এই রহস্যময়ী নারীই অভিযুক্ত অয়ন শীলের প্রোমোটারি ব্যবসা সামলাতেন। শুধু তাই নয়, ফ্ল্যাটে মামা-ভাগ্নী পরিচয়ে লিভ-ইনিও করতেন তাঁরা। ঘনিষ্ঠ বান্ধবীকে অয়ন উপহার দিয়েছিলেন একটি এসইউভি গাড়িও। শ্বেতার ডেবিউ ছবিই জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক কৌশিকের ছবিতে। সিনেমার নাম ‘কাবাড্ডি কাবাড্ডি’। অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, সোহিনী সরকার, অর্জুন চক্রবর্তীর মতো টলিউডের তাবড় অভিনেতারা। এই সিনেমার

প্রযোজনা করে এবিএস ইনফোজোন প্রাইভেট লিমিটেড নামক এক সংস্থা। যাদের প্রথম প্রযোজিত সিনেমা কৌশিকের ‘কাবাড্ডি কাবাড্ডি’। উল্লেখ্য, ২০২১ সালের এপ্রিল মাসের ছবির সাংবাদিক সম্মেলনেও হাজির হন এই শ্বেতা চক্রবর্তী। পরিচালকের সঙ্গে একই ফ্রেমে দেখা যায় অয়ন ঘনিষ্ঠ নায়িকাকে। তবে এই সিনেমার লুক রিলিজ করলেও সিনেমা মুক্তি পায়নি। প্রসঙ্গত, অয়ন শীলের বাড়িতে তল্লাশি চালিয়ে যেসমস্ত নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে, তার মধ্যেই ‘কাবাড্ডি কাবাড্ডি’ ছবি-সংক্রান্ত কাগজপত্র রয়েছে। কোন কলাকুশলীকে কত পারিশ্রমিক দেওয়া হয়েছে, খরচা বাবদ কোথায় কী টাকা লেগেছে, সব হিসেবের উল্লেখ রয়েছে। সিনেমার পাশাপাশি একটি সিরিয়ালও নাকি বানানোর পরিকল্পনা ছিল অয়ন শীলের। কিন্তু প্রযোজনায় ঢালা এই টাকার উৎস কী? অয়ন কার টাকায় এই বিপুল সাম্রাজ্য স্থাপন করেছেন সেটাই জানতে চান তদন্তকারীরা।