এবার বিবিসি-র বিরুদ্ধে FEMA কেস ফাইল করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ ব্রিটিশ ব্রডকাস্ট কর্পোরেশনের বিরুদ্ধে অভিযোগ, তারা FDI-এর বিধি না মেনেই এদেশে বিদেশি বিনিয়োগ এনেছেন৷ গোটা ঘটনার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ Foreign Exchange Management Act ধারায় দায়ের হয়েছে মামলা৷ ইডি-র তরফে বিশেষ কিছু সংস্থার কাছ থেকে নথিপত্র চেয়ে পাঠানো হয়েছে ইতিমধ্যেই৷ এই লেনদেনে কোনও ভাবে বিদেশি বিনিয়োগ আইন, foreign direct investment (FDI) লঙ্ঘিত হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে৷