বাড়ছে করোনা। ইতিমধ্যেই এনফোর্রসমেন্ট ডিরেক্টরেটের বেশ কয়েকজন আধিকারিক করোনায় আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে বেশ উদ্বিগ্ন ইডির বাকি আধিকারিকরা ৷ ফলে আগামী দশ দিন ইডির সমস্ত মামলার তদন্ত প্রক্রিয়া বন্ধ থাকবে ৷ ইডির তরফে এই খবর জানানো হয়েছে ৷ ইডি সূত্রের খবর, আজ রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী মদন মিত্রের আপ্তসহায়ক বাপি করিমের হাজিরা দেওয়ার কথা ছিল তাদের দফতরে। সারদা কাণ্ডে তদন্তের জন্য় তাঁকে তলব করা হয়েছিল । কিন্তু ইডির সদর দফতর থেকে জানানো হয়েছে সমস্ত তদন্ত প্রক্রিয়া আপাতত ১০ দিন বিরতি রাখা হবে ৷ এই দশ দিন কাউকে তলব করা হবে না ৷ জানা গিয়েছে, আজ বাপি করিমকেও ইডির তরফে জানানো হয়েছে তদন্ত ১০ দিন বন্ধ রাখা হচ্ছে । আবার দশদিন পর তাঁদের জানানো হবে কাকে কবে আসতে হবে। শুধু এ রাজ্য় নয় বাইরের অনেক রাজ্য়েও করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে ৷ অনেক আধিকারিক আক্রান্ত হচ্ছেন ৷ ফলে এই সিদ্ধান্ত নিল ইডি ৷