বন্ধ ইডির সমস্ত মামলার তদন্ত, একাধিক আধিকারিক করোনায় আক্রান্ত
কলকাতা

বন্ধ ইডির সমস্ত মামলার তদন্ত, একাধিক আধিকারিক করোনায় আক্রান্ত

বাড়ছে করোনা। ইতিমধ্যেই এনফোর্রসমেন্ট ডিরেক্টরেটের বেশ কয়েকজন আধিকারিক করোনায় আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে বেশ উদ্বিগ্ন ইডির বাকি আধিকারিকরা ৷ ফলে আগামী দশ দিন ইডির সমস্ত মামলার তদন্ত প্রক্রিয়া বন্ধ থাকবে ৷ ইডির তরফে এই খবর জানানো হয়েছে ৷ ইডি সূত্রের খবর, আজ রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী মদন মিত্রের আপ্তসহায়ক বাপি করিমের হাজিরা দেওয়ার কথা ছিল তাদের দফতরে। সারদা কাণ্ডে তদন্তের জন্য় তাঁকে তলব করা হয়েছিল । কিন্তু ইডির সদর দফতর থেকে জানানো হয়েছে সমস্ত তদন্ত প্রক্রিয়া আপাতত ১০ দিন বিরতি রাখা হবে ৷ এই দশ দিন কাউকে তলব করা হবে না ৷ জানা গিয়েছে, আজ বাপি করিমকেও ইডির তরফে জানানো হয়েছে তদন্ত ১০ দিন বন্ধ রাখা হচ্ছে । আবার দশদিন পর তাঁদের জানানো হবে কাকে কবে আসতে হবে। শুধু এ রাজ্য় নয় বাইরের অনেক রাজ্য়েও করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে ৷ অনেক আধিকারিক আক্রান্ত হচ্ছেন ৷ ফলে এই সিদ্ধান্ত নিল ইডি ৷