আজই গ্রেফতার হতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির রাজনৈতিক মহলে এমনই জল্পনা।আপ-এর শীর্ষস্থানীয় একাধিক নেতার দাবি, আজ কেজরিওয়ালের বাসভবনে হানা দিতে পারে ইডি। তারপরেই গ্রেফতার করতে পারে। বুধবার রাতে এক্স হ্যান্ডলে আপ নেত্রী তথাকেজরীওয়াল মন্ত্রিসভার সদস্য আতিশী মারলেনা দাবি করেন, বৃহস্পতিবার সকালে কেজরিওয়ালের বাড়িতে তল্লাশি চালানোর পর তাঁকে গ্রেফতার করবে ইডি। তার কয়েক মিনিটের মধ্যেই প্রায় একই বয়ানে টুইট করেন আপ নেতা সৌরভ ভরদ্বাজ, জাসমিন শাহ এবং সন্দীপ পাঠক। আপ নেতাদের মধ্যে জাসমিন ইডি সূত্রকে উদ্ধৃত করে, কেজরিওয়াল গ্রেফতাল গ্রেফতার হতে পারেন বলে দাবি করেন। তাই আপ কেজরিওয়ালের বাড়ির সামনে বাড়ানো হয়েছে নিরাপত্তা। টহলদারি পুলিশের। অন্যদিকে দিল্লির পার্টি অফিসে জড়ো হচ্ছে আপ নেতারাও ।