দেশ

চুঁচুড়া-বলাগড়ে শান্তনু ও তাঁর স্ত্রীর সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

হুগলির বিভিন্ন জায়গায় শনিবার অভিযান চালায় ইডি ৷ মূলত, শান্তনু বন্দ্যোপাধ্য়ায়ের একাধিক বাড়ি, ফ্ল্যাট, রিসর্টে হানা দেন তদন্তকারীরা ৷ বেশ কিছু সম্পত্তি বাজেয়াপ্তও করেছে ইডি ৷ জানা গেছে, শনিবার সকাল থেকেই হুগলি জেলা জুড়ে ইডির হানা চলে। স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া শান্তনু বন্দ্যোপাধ্য়ায়ের একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত হল সেই অভিযানে ৷ ব্যান্ডেলে দোতলা বাড়িতে তালা পড়েছে ৷ চুঁচুড়ায় শান্তনুর ফ্ল্যাটের প্রমোটার অয়ন শীলের বাড়িতেও ইডির আধিকারিকরা হানা দেন ৷ শান্তনুর ফ্লাটের চাবি খুঁজে না পেয়ে চাবি ভাঙার লোক নিয়ে আসা হয় । শান্তনু ও তাঁর স্ত্রী প্রিয়াঙ্কার নামে যে একাধিক ফ্ল্যাট ও বাড়ি রয়েছে সেগুলিতে তল্লাশি চালানো হয় । কিছু নথিপত্র ও টাকা আছে কি না সেটাও খতিয়ে দেখা হয় । চুঁচুড়ার জগুদাস পাড়ায় একটি ফ্ল্যাট ব্যান্ডেলে নিবেদিতা পার্কের বাড়ি বলাগড়ের চাদরায় রিসর্ট ও জিরাট বাস স্ট্যান্ডে থাকা ধাবাসহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালান আধিকারিকরা । এর জন্য ইডির একাধিক টিম এদিন হুগলিতে হাজির হয়েছিল ৷শান্তনু ঘনিষ্ঠ সুপ্রতিম ঘোষ ওরফে আকাশকে ইডি আধিকারিকরা সঙ্গে নিয়ে গিয়েছেন ৷ তাঁকেও এই দুর্নীতি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় বলে খবর ৷ শান্তনুর রিসোর্টেই আকাশকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা গিয়েছে । আকাশ জিরাট কলেজে অস্থায়ী কর্মী হিসাবে কাজ করেন । শান্তনুর ছায়াসঙ্গী হওয়ার কারণে তাঁর কাছ থেকে গুরুত্ব তথ্য পাওয়া যাবে বলে মনে করছেন ইডি আধিকারিকরা ৷জানা গিয়েছে সকাল সাড়ে ১১টার সময় সুপ্রতিম ঘোষ ওরফে আকাশের বাড়িতে আসেন ইডির আধিকারিকরা ৷ আকাশ কোথায় জানতে চান ৷ আকাশ সেই সময় বাড়িতে ছিলেন না ৷ তাঁকে বাড়িতে ডেকে পাঠানোর কথা বলা হয় ৷ আকাশ এলে তাঁকে নিয়ে চলে যান তদন্তকারীরা ৷ প্রশ্ন উঠছে আকাশের চাকরির ক্ষেত্রেও কি দুর্নীতি হয়েছে আকাশের অবশ্য দাবি তিনি নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন ৷ তবে শান্তনুর সঙ্গে পরিচয়ের বিষয়টি তিনি স্বীকার করে নিয়েছেন ৷ তাঁর বাবা দিলীপ ঘোষের দাবি ‘‘আকাশ তৃণমূল করে । শান্তনুর সঙ্গে এলাকায় দাদাভাইয়ের সম্পর্ক ছিল । তিন চার বছর কাজ পেয়েছে আকাশ । ইডি অফিসাররা আকাশের খোঁজ করছিলেন ৷ ফোন করি ।’’স্থানীয় মানুষের অভিযোগ ২৭ বিঘা জমি উপর তৈরি শান্তনুর ওই রিসর্ট। জমিদাতাদের অভিযোগ তাঁদের মাথায় বন্দুক ঠেকিয়ে কম দামে জমি নেওয়া হয়েছে। এলাকায় শান্তনু ও তাঁর দলবল আতঙ্ক সৃষ্টি করেছিল।