অভিষেকের পর তাঁর মা–বাবাকেও তলব করল ইডি। সম্পত্তির বিস্তারিত তথ্য নিয়ে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে তাঁদের। প্রসঙ্গত, অভিষেককে ৩ অক্টোবর তলব করেছে ইডি। ওই সপ্তাহেই অন্য এক দিন হাজিরা দিতে বলা হয়েছে অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায়কে। প্রসঙ্গত, এর আগে লিপ্স অ্যান্ড বাউন্ডস মামলায় অভিষেকের মা লতার সম্পত্তির হিসাব চেয়েছিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা এই সংক্রান্ত মামলায় ইডির তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। মামলার পরবর্তী শুনানি হবে ২৯ সেপ্টেম্বর। এর মধ্যেই অভিষেকের মা–বাবাকে তলব করল ইডি। ইডি সূত্রে খবর, অভিষেকের বাবা, মাকে তাঁদের সম্পত্তির হিসাব, মিউচুয়াল ফান্ড এবং যাবতীয় দলিল দস্তাবেজ নিয়ে সিজিও কমপ্লেক্সে যেতে বলা হয়েছে।