যে মামলার তদন্তে শুক্রবার সাতসকালে ডিনোর বান্দ্রার বাড়িতে ১৪ ঘণ্টা ধরে ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালান। সেই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বলিউড অভিনেতাকে সমন পাঠাল ইডি। মহারাষ্ট্রে মিঠি নদীর পলি অপসারণ কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে বলিউড অভিনেতা ডিনো মোরিয়ার। প্রায় ৬৫ কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এই ঘটনায় গতকাল অর্থাৎ শুক্রবারই তাঁর বাড়িতে তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। সেই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আজ, শনিবার অভিনেতাকে তলব করলেন তদন্তকারী আধিকারিকরা। তাঁকে সমনও পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি ডিনোর ভাই স্যান্টিনোকেও তলব করেছে ইডি। গতকালই ডিনোর বাড়ি-সহ মুম্বই ও কেরলের মোট ১৫টি জায়গায় তল্লাশি চালান তদন্তকারী দলের আধিকারিকরা। এছাড়াও বিএমসি-র সহকারী ইঞ্জিনিয়ার প্রশান্ত-সহ আরও বেশ কয়েকজন ঠিকাদারের বাড়িতেও হানা দেয় ইডি। সমস্ত আর্থিক নথিপত্রও খতিয়ে দেখা হয়। তদন্তে জানা গিয়েছিল, মামলায় অন্যতম অভিযুক্ত কেতন কদমের সঙ্গে ফোনে নিয়মিত যোগাযোগ ছিল ডিনো এবং তাঁর ভাইয়ের। এই বিষয়টিতে তাঁদের জিজ্ঞাসাবাদও করেছে ইডি। এমনকী তাঁদের মধ্যে কী কথাবার্তা হয় সেটিও জানতে চাওয়া হয়।
