দেশ

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী  দেবেন্দ্র ফরনবিশ নয়, একনাথ শিন্ডে। দেবেন্দ্র ফরনবিশ জানিয়েছেন, সর্বসম্মতিক্রমে একনাথ শিন্ডের কাঁধে মহারাষ্ট্র শাসনের দায়িত্ব তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের পিছনে রয়েছে হিন্দুত্ব এবং বাল সাহেব ঠাকরের আদর্শ। সাংবাদিক সম্মেলনে দেবেন্দ্র ফরনবিস বলেন, ‘একনাথ শিন্ডেকে মুখ্যমন্ত্রী করার ব্যাপারে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। সর্বসম্মতিক্রমেই আমরা সিদ্ধান্ত নিয়েছি, মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাবেন একনাথ শিন্ডে। মারাঠায় হিন্দুত্ব টিকিয়ে রাখতে এবং বাল সাহেবের আদর্শকে প্রাধান্য দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‘ ইতিমধ্যে দেবেন্দ্র ফরনবিশ এবং মহারাষ্ট্রের ভাবী মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে রাজ্যপালের সঙ্গে দেখা করতে রাজভবনের দিকে রওনা দিয়েছেন। এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন একনাথ শিন্ডে ।