কর্ণাটক বিধানসভা ভোটের নির্ঘন্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ১০ মে কর্ণাটক বিধানসভার ভোটগ্রহণ এবং ১৩ মে গণনা হবে বলে জানিয়ে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। ২২৪টি বিধানসভা কেন্দ্রে এক দফায় ভোটগ্রহণ হবে বলে জানান মুখ্য নির্বাচন কমিশনার। বুধবার সাংবাদিক বৈঠক করে এ কথা জানান তিনি। কর্ণাটকে আগামী বিধানসভা নির্বাচনে ৫.২১ কোটি মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। যার মধ্যে ২.৬২ কোটি পুরুষ ভোটার এবং ২.৫৯ কোটি মহিলা ভোটার রয়েছেন বলে জানান রাজীব কুমার । ২২৪ আসন বিশিষ্ট কর্ণাটক বিধানসভা নির্বাচনে পাঁচ বছর আগে কোনও দলই সরকার গড়ার মতো ম্যাজিক ফিগারে পৌঁছতে পারেনি। ফলে কংগ্রেস ও প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়ার জনতা দল (এস) জোট বেঁধে সরকার গঠন করেছিল। মুখ্যমন্ত্রী হয়েছিলেন দেবগৌড়া পুত্র এইচ ডি কুমারস্বামী। যদিও মাত্র ১৪ মাসের মাথাতেই ওই সরকারের পতন ঘটেছিল। একাধিক কংগ্রেস ও জেডিএস বিধায়ক দলত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছিলেন। ফলে ২০১৯ সালের জুলাই মাসে দলবদলুদের নিয়ে রাজ্যে সরকার গড়ে বিজেপি। মুখ্যমন্ত্রী হন বি এস ইয়েদুরাপ্পা। ২০২১ সালের জুলাইতে দলীয় গোষ্ঠীকোন্দলের কারণে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরতে হয় ইয়েদুরাপ্পাকে।