দেশ

দিল্লিতে ন্যাশনাল হেরাল্ডের দফতর সিল করল ইডি

 বুধবার রাজধানী নয়াদিল্লিতে সেই ন্যাশনাল হেরাল্ডের দফতর সিল করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ সিল করা হয়েছে সংস্থার প্রকাশনা সংস্থা অ্যাসোসিয়েটেড জার্নালসের দফতরও ৷ সাম্প্রতিক সময়ে ন্যাশনাল হেরাল্ড আর্থিক তছরুপের মামলায় কংগ্রেস সভানেত্রীকে তিনদিনে ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ পুত্র রাহুল গান্ধির ক্ষেত্রে সংখ্যাটা পাঁচদিনে ৫৫ ঘণ্টা ৷ তদন্তকারীরা জানিয়েছেন, সোনিয়া-রাহুলকে জিজ্ঞাসাবাদ করে সংগৃহীত তথ্যপ্রমাণের ভিত্তিতে মঙ্গলবার ১২টি জায়গায় তল্লাশি চালানো হয় ৷ যার মধ্যে ছিল ন্যাশনাল হেরাল্ডের দফতর এবং তাদের প্রকাশনা সংস্থার কার্যালয়ও ৷ আর তল্লাশির পরদিনই অফিস সিল করল ইডি ৷ ইডি-র তরফ থেকে জানানো হয়েছে, ইডি আধিকারিকদের অনুমতি ছাড়া পুনরায় কোনওভাবেই ন্যাশনাল হেরাল্ডের দফতর খোলা যাবে না ৷ এদিকে নয়াদিল্লিতে কংগ্রেসের সদর দফতরের সামনেও মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশবাহিনী ৷ যাকে ‘রহস্যজনক’ আখ্যা দিয়ে টুইটারে ঘটনার তীব্র নিন্দা করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ ৷