দেশ

এক ধাক্কায় ইপিএফে সুদের হার কমাল মোদি সরকার! মাথায় হাত কর্মীদের

নিম্ন এবং মধ্যবিত্তের সঞ্চয়ে ফের কোপ মোদি সরকারের। আরও একবার ইপিএফে সুদের হার কমানোর সিদ্ধান্ত। আজ শুক্রবার ইপিএফও’র সুদের হার ৮.১ শতাংশ করায় সায় দিল কেন্দ্রীয় সরকার। যা আগে ছিল ৮.৫ শতাংশ। এক ধাক্কায় অনেকটাই কমল এই সুদের হার। যা মধ্যবিত্তের উপর চাপ বাড়বে বলেই আশঙ্কা অর্থনীতিবিদদের। নিম্ন এবং মধ্যবিত্তের সঞ্চয়ে ফের কোপ মোদী সরকারের। আরও একবার ইপিএফে সুদের হার কমানোর সিদ্ধান্ত। আজ শুক্রবার ইপিএফও’র সুদের হার ৮.১ শতাংশ করায় সায় দিল কেন্দ্রীয় সরকার। যা আগে ছিল ৮.৫ শতাংশ। এক ধাক্কায় অনেকটাই কমল এই সুদের হার। যা মধ্যবিত্তের উপর চাপ বাড়বে বলেই আশঙ্কা অর্থনীতিবিদদের। যেভাবে ফের একবার সুদের হার ইপিএফে কমানো হল তাতে ক্ষুব্ধ কর্মচারীরা। জানা যাচ্ছে, খুব শিঘ্রই পিএফ অ্যাকাউন্টে সুদের হার জমা হতে চলেছে। এমনটাই অর্থমন্ত্রক সুত্রে জানা যাচ্ছে। তবে এই বিষয়ে এখনও অর্থমন্ত্রক সুত্রে কিছু জানানো হয়নি।