কলকাতা

শনি ও রবিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল একাধিক লোকাল ট্রেন

 দমদম জংশন রেল স্টেশনের ট্র্যাকে জরুরি সংস্কার কাজের জন্য আজ শনিবার ও কাল রবিবার ফের গুচ্ছ গুচ্ছ ট্রেন বাতিলের কথা ঘোষণা করল রেল। যার ফলে যেমন ব্যাহত হতে চলেছে শিয়ালদহের একাধিক শাখার পরিষেবা, তেমনই বেড়েছে যাত্রীদের দুর্ভোগের আশঙ্কা। এর আগেই, বুধবার বারুইপুর স্টেশনে সিগন্যাল বিভ্রাটে নাকাল হয়েছেন নিত্যযাত্রীরা। প্রায় ৩৭টি ট্রেন নির্ধারিত সময়ের তুলনায় অনেক দেরিতে চলেছে। পরিস্থিতির জন্য অবশ্য রাজ্যকে দায়ী করে রেলের অভিযোগ ছিল, বিদ্যুৎ দপ্তরের কাজে গাফিলতির জেরে সিগন্যালের তার ছিঁড়ে যায়। এ বার রেলের কাজ হবে দমদমের লাইনে। সে কারণে শনিবার (৫ জুলাই) এবং রবিবার (৬ জুলাই) একাধিক গুরুত্বপূর্ণ শাখায় ট্রেন বাতিল থাকছে।