কলকাতা

শহরে নজরদারিতে জোর দিতে ৫০ টি মোটরসাইকেল পেট্রলিং

 নিজের ফ্ল্যাটের বন্ধ কক্ষ থেকে উদ্ধার করা হল প্রাক্তন ব্যাডমিন্টন খেলোয়াড় ফারাজানা হক মিলির (২৫) ঝুলন্ত দেহ। মৃতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। ফলে খুনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। মৃতের পরিবারের পক্ষ থেকেও খুনের অভিযোগ আনা হয়েছে। মিলির মরদেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে স্বামী নুর আলমকে। গত বৃহস্পতিবার স্বামী নুর আলমের স্গে ঝগড়ার পরে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন মিলি। দুদিন কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি। শনিবার সকালে চাবিওয়ালাকে ডেকে দরজা খোলার পরে বিছানার উপরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না বাঁধা অবস্থায় মিলির ঝুলন্ত মরদেহ দেখতে পাওয়া যায়। সম্ভবত এদিন সকালেই মৃত্যু হয়েছে প্রাক্তন ব্যাডমিন্টন খেলোয়াড়ের। মিলির মৃতদেহ যেভাবে উদ্ধার করা হয়েছে তাতে খুনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। কেননা, সিলিংফ্যানের সঙ্গে ঝোলানো মরদেহের হাঁটু বিছানায় লাগানো ছিল। নিহতের দুই ভাইয়ের অভিযোগ, অনলাইনে জুয়া খেলে লক্ষ-লক্ষ টাকা খুঁইয়েছিলেন নুর আলম। এমনকী মিলিকে বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য জোরজবরদস্তিও করতেন তাঁর স্বামী।