সিমলা: প্রাক্তন সিবিআই ডিরেক্টর অশ্বিনী কুমারের দেহ উদ্ধার হল। আজ সিমলার ব্রকহর্স্টে নিজের বাড়িতেই তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, প্রাক্তন গোয়েন্দা কর্তা আত্নহত্যা করেছেন। কারণ, বিভিন্ন সূত্রে পুলিশ জানতে পেরেছেন, বিগত কিছুদিন ধরে ডিপ্রেশনে ভুগছিলেন অশ্বিনী কুমার। এদিন সিমলার এসপি মোহিত চাওলা প্রাক্তন গোয়েন্দা কর্তা অশ্বিনি কুমারের মৃত্যুর খবর জানান। এসপি বলেন, অশ্বিনি কুমারের মৃত্যু অত্যন্ত দুঃখের খবর। কারণ, অশ্বিনী কুমার আদর্শ অফিসার ছিলেন। অশ্বিনি কুমার সিবিআই ডিরেক্টর পদ থেকে অবসর নেওয়ার পর মণিপুর ও নাগাল্যান্ডের রাজ্যপালের দায়িত্বভার সামলেছেন। এরআগে তিনি ২০০৬ থেকে ২০০৮ অবধি হিমাচল প্রদেশের ডিজিপি ছিলেন। অগস্ট ২০০৮ থেকে নভেম্বর ২০১০ পর্যন্ত সিবিআইয়ের সর্বোচ্চ পদে আসীন ছিলেন।