দেশ

এবার প্রাক্তন কেন্দ্রীয় অর্থ সচিব অরবিন্দ মায়ারামের বাড়িতে সিবিআই হানা

প্রাক্তন কেন্দ্রীয় অর্থ সচিব অরবিন্দ মায়ারামের বাড়িতে সিবিআই। আজ বিকেলে আচমকাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা প্রাক্তন কেন্দ্রীয় অর্থ সচিবের বাড়িতে হানা দেয়। যদিও ওই হানাকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে আখ্যা দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থ সচিব। তার কারণ বর্তমানে তিনি রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌতের মুখ্য আর্থিক পরামর্শদাতার দায়িত্ব সামলাচ্ছেন। রাজস্থান ক্যাডারের প্রাক্তন আইএএস অরবিন্দ মায়ারাম ২০১৪ সালের এপ্রিলে ইউপিএ সরকারের শেষের দিকে কেন্দ্রীয় অর্থসচিব হিসেবে নিয়োগ পেয়েছিলেন। কেন্দ্রে মোদি সরকার ক্ষমতায় আসার পরেও দায়িত্ব সামলেছিলেন। ২০১৪ সালের অক্টোবর মাসে কেন্দ্রীয় অর্থ সচিবের দায়িত্ব থেকে তাঁকে সরানো হয়। আমলা হিসেবে অর্থ মন্ত্রকের পাশাপাশি আরও একাধিক মন্ত্রকের সচিব ও বিশেষ সচিবের দায়িত্বও সামলেছিলেন। ২০১৯ সালে রাজস্থানে কংগ্রেস সরকার গঠিত হওয়ার পরে দুঁদে আমলা অরবিন্দ মায়ারামকে নিজের মুখ্য আর্থিক পরামর্শদাতা হিসেবে নিয়োগ করেছিলেন মুখ্যমন্ত্রী অশোক গহলৌত।