জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের গুলিতে প্রাণ হারালেন ভারতীয় সেনা বাহিনীর এক অবসরপ্রাপ্ত আধিকারিক। গুরুতর আহত হলেন তাঁর স্ত্রী এবং ভাগ্নি। সূত্রের খবর, শ্রীনগরের বিহিবাগ এলাকায় মঞ্জুর আহমেদ নামে ওই অবসরপ্রাপ্ত সেনা আধিকারিকের বাড়ি। সেখানেই সোমবার দুই জঙ্গি পিস্তল নিয়ে আসে। বাড়িতে প্রবেশ করেই তারা গুলি চালাতে থাকে। তাতে সেনা বাহিনীর ওই অবসরপ্রাপ্ত আধিকারিকের প্রাণ যায়। বাকি দু’জন আহত হন । আপাতত হাসপাতালের চিকিৎসা চলছে। ঘটনার নিন্দায় সবর হয়েছে বিভিন্ন মহল। পুলিশের প্রাথমিক অনুমান জঙ্গিরা বাড়িতে ঢুকে পড়ার পর ভাগ্নিকে প্রাণে বাঁচানোর চেষ্টা করছিলেন অবসরপ্রাপ্ত ওই সেনা আধিকারিক। তখনই তাঁর শরীরে গুলি লাগে । চলতি বছরে এই প্রথম সাধারণ নাগরিকরা আক্রান্ত হলেন । মঞ্জুর 2021 সালে টেরিটোরিয়াল আর্মি থেকে অবসর নেন। তারপর থেকে তিনি একটি ব্যবসার সঙ্গে যুক্ত। এমতাবস্থায় কেন তিনি আক্রান্ত হলেন তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। জঙ্গি হামলার নিন্দা করে জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা বলেন, “কুলগামে যে ঘটনা ঘটেছে আমি তার তীব্র নিন্দা করি। গোটা দেশ স্বজন হারানো পরিবার ও তাঁর বন্ধুদের পাশে আছে। আহতদের যথাযথ চিকিৎসা যাতে করা যায় তার জন্য প্রশাসনের কর্তাদের নির্দেশ দিয়েছি। আহতরা সকলেই দ্রুত সুস্থ হয়ে উঠুন এই কামনা করি। কাপুরুষোচিত হামলার সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত শাস্তি হবে বলে আমি সকলকে আশ্বস্ত করতে চাই।” মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বলেন, “কুলগামে প্রাক্তন সেনা আধিকারিক মনজুর আহমেদের মর্মান্তিক হত্যাকাণ্ডে আমি গভীরভাবে শোকাহত। তাঁর পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি।
