দেশ

জম্মুর আকাশে বিস্ফোরক বোঝাই পাক ড্রোন গুলি করে নামাল ভারতীয় সেনা

 ফের জম্মুর আকাশে আইইডি সহ পাক ড্রোনের হানা। উপত্যকার পুলিশ জানিয়েছে, গতকাল রাতে জম্মুর কানাচক সেক্টরে গুলি করে ড্রোনটিকে নামালে তা থেকে আইডি বিস্ফোরক উদ্ধার হয়েছে৷