দেশ

জন্মবার্ষিকীতে রাজীব গান্ধিকে শ্রদ্ধাজ্ঞাপন সোনিয়া-রাহুল-মোদির

প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির ৭৯ তম জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এ ছাড়াও সোনিয়া গান্ধি-সহ রাজীব গান্ধির গোটা পরিবার ও কংগ্রেসের নেতারা প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়েছেন ৷প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার সকালে টুইটে রাজীব গান্ধির উদ্দেশে শ্রদ্ধা জানান ৷ প্রধানমন্ত্রী লেখেন, জন্মবার্ষিকীতে প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী রাজীব গান্ধিকে আমার শ্রদ্ধাঞ্জলি । এ দিন কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধি নয়াদিল্লির বীরভূমি -তে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন । বাবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ও তাঁর স্বামী রবার্ট বঢরাও৷ জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মৃতিসৌধে শ্রদ্ধাজ্ঞাপন করেন ৷ দলের নেতা ও কর্মীরাও আজ বীরভূমির বাইরে রাজীব গান্ধিকে শ্রদ্ধা জানিয়েছেন । চারদিনের লাদাখ সফরে গিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ তিনি সেখান থেকেই তাঁর বাবা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধিকে স্মরণ করেন । সেখানে বাবার ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি ৷ একটি ভিডিয়ো পোস্ট করে তিনি টুইটে লেখেন, পাপা, ভারতের জন্য তুমি যে স্বপ্নগুলি দেখেছিলে, তা এই অমূল্য স্মৃতিতে দেখানো হয়েছে । তোমার দেখানো পথই আমার পথ – প্রতিটি ভারতীয়ের সংগ্রাম এবং স্বপ্ন বোঝা, মাদার ইন্ডিয়ার কণ্ঠস্বর শোনা ৷ প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির ৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ প্যাংগং লেকের তীরে একটি প্রার্থনা সভা অনুষ্ঠিত হয় । রাহুল গান্ধি ২০ অগস্ট তাঁর বাবার জন্মদিন উদযাপন করতে গতকাল লাদাখের প্যাংগং লেকে বাইকে চড়েন ।রাজীব গান্ধি তাঁর মা এবং তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির হত্যার পর ১৯৮৪ সালে কংগ্রেসের দায়িত্ব নেন । তিনি ৪০ বছর বয়সে ভারতের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হয়েছিলেন ৷ ১৯৮৪ সালের অক্টোবরে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন । ১৯৮৯ সালের ২ ডিসেম্বর পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি ।রাজীব গান্ধি ১৯৯১ সালের ২১ মে তাঁর প্রয়াণ ঘটে ৷ তামিলনাড়ুর শ্রীপেরামবুদুরে একটি নির্বাচনী সমাবেশে এলটিটিই আত্মঘাতী বোমা হামলাকারীর হাতে তাঁর জীবনাবসান হয় ৷ “