জয়পুরে দক্ষিণ আফ্রিকা ফেরত ৪জন করোনায় আক্রান্ত ৷ দক্ষিণ আফ্রিকা থেকে আসা একই পরিবারের ৪ জন সদস্যের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে ৷ তাঁরা করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়্যান্টে আক্রান্ত হয়েছেন কিনা, সে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে ৷ তাঁদের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে ৷ বৃহস্পতিবার কর্নাটকের বেঙ্গালুরুতে দু’জন করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়্যান্টে সংক্রামিতের খবর সামনে এসেছে ৷ তাঁদের মধ্যে একজন ৬৬ বছরের প্রৌঢ় দক্ষিণ আফ্রিকা থেকে এসেছিলেন ৷ অন্য জন ৪৬ বছরের একজন চিকিৎসক (অ্যানাস্থেটিস্ট), জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক ৷ তাঁদের সংস্পর্শে আসা মানুষদের চিহ্নিত করার চেষ্টা চলছে ৷