দেশ

Farmers Protest : তৃতীয় দিনে কৃষক আন্দোলন, আজ রেল অবরোধের ডাক

দিল্লি সীমান্তে পৌঁছনোর আগেই কৃষক আন্দোলন ঘিরে উত্তপ্ত পরিস্থিতি পঞ্জাব-হরিয়ানার শম্ভু সীমানায়। আন্দোলনের তৃতীয় দিনে, বৃহস্পতিবার তৃতীয় দফায় কেন্দ্রের মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন প্রতিবাদী কৃষকরা। এর পাশাপাশি পাঞ্জাব জুড়ে আজ রেল অবরোধের ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলো। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, আজ বিকেল ৫টা নাগাদ চণ্ডীগড়ে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল, অর্জুন মুন্ডা এবং নিত্যানন্দ রাইয়ের সঙ্গে বৈঠক করবেন কৃষক নেতারা। এদিনই বেলা ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত পাঞ্জাব জুড়ে রেল অবরোধ করবেন প্রতিবাদী কৃষকেরা।এর ফলে ট্রেন পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। ১৬ ফেব্রুয়ারি ভারত বনধের ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলো।