আরামবাগের গৌরহাটি মোড়ের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও শেয়ার মার্কেটের অফিসে আগুন লাগল। ঘটনাস্থলে তৎপর দমকলের দুটি ইঞ্জিন। আজ সকাল সাড়ে দশটা নাগাদ শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান দমকল কর্মীদের। পাশেই পেট্রোল পাম্প থাকায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। এই ঘটনার ফলে আরামবাগ-তারকেশ্বর লিংক রোডে ব্যাপক যানজটেরও সৃষ্টি হয়েছে।