দিল্লির রিথালা মেট্রো স্টেশনের কাছে প্লাস্টিক ও ফ্যাব্রিক প্রিন্টিংয়ের কারখানায় (ভয়াবহ অগ্নিকাণ্ডের (Fire) ঘটনা। কারখানা থেকে বেরোতে থাকে কালো ধোঁয়া। এই ঘটনায় ঝলসে মৃত্যু অন্তত তিন জনের। অগ্নিদগ্ধ হয়ে গুরুতর জখম আরও তিন জন। মঙ্গলবার রাতে আগুন লাগে উত্তর-পশ্চিম দিল্লির রিথালা মেট্রো স্টেশনের সামনে একটি বহুতলের ঘটনা। হঠ্যাৎই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ওই কারখানায়। নিমেষে বিধ্বংসী হয়ে ওঠে সেই আগুন। দমকলের ১৬টি ইঞ্জিন দীর্ঘ চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রনে আনে। ঝলসে যাওয়া তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জখমদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই কারখানায় প্লাস্টিক ও শাড়িতে প্রিন্ট করা হয়। পুলিশ ও দমকল কর্মীদের অনুমান, মৃত ও জখমরা সকলেই ওই কারখানার শ্রমিক ছিলেন। তবে কীভাবে আগুন লাগল কারখানায়, তা এখনও পর্যন্ত স্পষ্ঠভাবে কিছু জানা যায়নি। আদেও শর্ট- সার্কিট লাকি অন্য কোনও কারণ তা খতিয়ে দেখছে পুলিশ।


