কলকাতা

বেলেঘাটার ডিসি অফিসে অগ্নিকাণ্ড

আজ ভোর ৫টা ১৫ নাগাদ বেলেঘাটার ডিসি অফিসে আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৬টি ইঞ্জিন। দমকলের চেষ্টায় বেশ কিছুক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আসে। সূত্রের খবর, ভোরবেলা হঠাত্‍ই ডিসি অফিসের দোতলা থেকে আগুন আর ধোঁয়া দেখা যায়। পুলিশের তরফ থেকেই এরপর দমকলে খবর দেওয়া হয়। কীভাবে এই আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক তদন্তে দমকল কর্মীদের অনুমান মূলত শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনারের ঘরে। এ ব্যাপারে কারণ খতিয়ে দেখছে দমকল বিভাগ।