দেশ

অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ইন্দুস হাসপাতালে অগ্নিকাণ্ড

আজ দুপুরে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের  ইন্দুস হাসপাতালের দ্বিতীয় তলায় আগুন লাগে। আগুন লাগার সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকল ইঞ্জিন এবং পুলিশ। আগুন নেভানোর পাশাপাশি হাসপাতালের ভিতর আটকে পড়া রোগীদের বের করে আনা হয়। বিশাখাপত্তনম পুলিশ কমিশনার জানান, এদিন দুপুর ১২টা নাগাদ হাসপাতালে আগুন লাগে। ৫০-৭০ জন রোগী সেই সময়ে হাসপাতালে ছিল। প্রত্যেককে সুস্থভাবে বের করে আনা সম্ভব হয়েছে। কোন প্রাণহানি হয়নি। অপারেশন থিয়েটর থেকেই হাসপাতালে আগুন লেগেছে বলেই অনুমান করছে পুলিশ।