জেলা

বাগুইআটি ট্রাফিক গার্ডের পাশে পরিত্যক্ত গাড়িতে আগুন

বাগুইআটি ট্রাফিক গার্ডের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ড । দীর্ঘদিন থেকে রাখা পরিত্যক্ত গাড়িতে হটাৎ আগুন লাগে। ঘটনাটি ঘটে শুক্রবার সকালে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন ও বাগুইআটি থানার পুলিশ। আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। শুক্রবার ভোর সাড়ে চারটে নাগাদ বাগুইআটি ট্রাফিক গার্ডের পাশে একটি ফাঁকা জায়গায় আগুন লাগে। পরে আগুন ছড়িয়ে পড়ে দীর্ঘদিন ধরে রাখা পরিত্যক্ত একটি চার চাকার গাড়িতে।সম্পূর্ণভাবে পুড়ে যায় গাড়িটি। এরপর একটি মিনিবাসের পেছনে দিকের কিছুটা অংশ পুড়ে যায়। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন আসে।দমকল কর্মীদের প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে বাগুইআটি থানার পুলিশ তদন্ত শুরু করেছে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে বাগুইআটি ট্রাফিক পাশের ওই এলাকায় দীর্ঘদিন ধরে একাধিক আটকগাড়ি পরে রয়েছে। প্রতিনিয়ত সেই জঞ্জালে স্তূপে জন্ম নিচ্ছে মশা ও কীটনাশক নানা পোকামাকড়। কোন হুশ নেই ওই কাদের ওসি সহ অন্যান্য কর্তব্যরত অফিসারদের।