দেশ

ওড়িশায় পুরী-দুর্গ এক্সপ্রেসের এসি কামরায় ভয়াবহ অগ্নিকাণ্ড

করমণ্ডল এক্সপ্রেসের আতঙ্ক এখনও মিলিয়ে যায়নি। এখনও শোকের আবহ চারিদিকে। এই পরিস্থিতিতে এই বিপর্যয়ের মাঝেই ফের ফিরল ট্রেন-আতঙ্ক। করমণ্ডল এক্সপ্রেসের আতঙ্ক কাটতে না কাটতেই এবার ট্রেনে অগ্নিকাণ্ড। দক্ষিণ পূর্ব রেলপথে পুরী-দুর্গ এক্সপ্রেসের এসি কোচে আগুন লেগে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে, এই এক্সপ্রেস ট্রেনে ব্রেক প্য়াডের সংঘর্ষের জেরেই আগুন লেগে যায়। এমনটাই জানিয়েছে ইস্ট কোস্ট রেলওয়ে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ১০টা বেজে ৭ মিনিটে। ওডিশার নুয়াপাড়ায় খারিয়ার রোড স্টেশনের কাছে ডাউন দুর্গ-পুরী এক্সপ্রেসের এসি কোচের নীচে আচমকাই আগুন দেখতে পান যাত্রীরা। ধোঁয়ায় ভরে যায় B-3 কোচ। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। রেলের তরফে জানানো হয়েছে, ট্রেনের চেন টানার পর ব্রেক ঠিকমতো কাজ করেনি। ব্রেক প্য়াডের সংঘর্ষের জেরেই আগুন ছড়িয়ে পড়ে। তবে কোচের মধ্যে আগুন সেভাবে ছড়িয়ে পড়েনি। ফলে বরাতজোরে প্রাণে বেঁচে গিয়েছেন যাত্রীরা। ঘটনায় কোনও হতাহতের খবর নেই। ট্রেনে আগুন লাগার জেরে তৎক্ষণাৎ তা প্রথমে থামিয়ে দেওয়া হয়েছিল। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজে লেগে পড়েন রেলকর্মীরা। আগুন নিয়ন্ত্রণে আনার পরে ফের একবার পর্যবেক্ষণ করা হয় এসি কোচের। এরপর রাত ১১টা নাগাদ গন্তব্যে উদ্দেশে ফের রওনা হয় পুরী-দুর্গ এক্সপ্রেস। তবে এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে দুর্গ-পুরী এক্সপ্রেসের যাত্রীদের মধ্যে। তাঁদের তাড়া করে বেড়ায় করমণ্ডলকাণ্ডের আতঙ্ক। গন্তব্যে পৌঁছতে দেরি হওয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন যাত্রীরা। প্রায় ঘণ্টা খানেক এই অগ্নিকাণ্ডের জেরে আটকে ছিলেন যাত্রীরা।