শিয়ালদা দক্ষিণ শাখায় ক্যানিং লোকালের মহিলা কামরায় আগুন ৷ মুহূর্তের মধ্যে সেই আতঙ্ক ছড়িয়ে পড়ে বাকি কামরায় থাকা যাত্রীদের মধ্যেও ৷ তড়িঘড়ি ট্রেন থামিয়ে তা থেকে নেমে পড়েন যাত্রীরা । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে শিয়ালদা থেকে ক্যানিংয়ের দিকে আসছিল লোকাল ট্রেনটি । সেই সময় বিদ্যাধরপুর স্টেশন পার হতেই একটি মহিলা কামরা থেকে ধোঁয়া বেরতে দেখা যায় । আতঙ্কে যাত্রীরা সঙ্গে সঙ্গে চালক ও গার্ডকে বিষয়টি জানান । ট্রেনটিকে পিয়ালী স্টেশনে থামিয়ে দেওয়া হয় । ধোঁয়ার উৎস কী, তা এখনও স্পষ্ট নয় । রেলের প্রাথমিক অনুমান, ব্রেকব্লকে ঘর্ষণের ফলে বা বৈদ্যুতিক সংযোগে ত্রুটির কারণে ধোঁয়া উঠতে পারে । ঘটনার খবর পেয়ে রেলকর্মীরা ও আরপিএফ ঘটনাস্থলে পৌঁছন । যাত্রীদের নামিয়ে পরীক্ষা-নীরিক্ষা করে দেখা হয় । এরপর আধ ঘণ্টা পরে ট্রেন চলাচল ফের স্বাভাবিক হয় । আগুন আতঙ্কের জেরে ওই লোকাল ট্রেন পরিষেবা কিছুক্ষণের জন্য ব্যাহত হয় ৷ অফিস টাইমে সাময়িকভাবে সমস্যায় পড়তে হয় যাত্রীদের ৷ ক্যানিং লোকালের নিত্যযাত্রীরা বলেন, “ক্যানিং লোকালটি যখন বিদ্যাধরপুর স্টেশন অতিক্রম করেছে তখনই ট্রেনের মহিলা কম্পার্টমেন্ট থেকে কালো ধোঁয়া বেরতে দেখতে পাওয়া যায় । ট্রেনের মধ্যে কালো ধোঁয়া দেখে আমরা আতঙ্কিত হয়ে পড়ি । এরপর পিয়ালী স্টেশনের কাছে ট্রেন থামিয়ে দেওয়া হয় ৷ রেল কর্মীদেরকে বিষয়টি জানাই । রেল কর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে এসে কালো ধোঁয়ার কী কারণে বের হচ্ছিল সেটি জানার চেষ্টা চালান ।”


